অ্যাকসেসিবিলিটি লিংক

বোনকে হারিয়ে গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সেরিনা


নিউ ইয়র্কে অনুষ্ঠিত ইউএস ওপেনে বড় বোন ভেনাসকে হারিয়ে টেনিসের ইতিহাসে নাম লেখানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সেরেনা উইলিয়ামস। বাকি দুটি খেলা, সেমি ফাইনাল আর ফাইনালে সেরিনা জিততে পারলে এক বছরে সব ক’টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সারিতে চতুর্থ খেলোয়াড় হিসেবে তারা নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে । মহিলাদের টেনিসে এর আগে সবকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব অর্জন করে ছিলেন যুক্তরাষ্ট্রের মরিন কনোলি, অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট ও সবশেষ ১৯৮৮ সালে জার্মানির স্টেফি গ্রাফ।
ওদিকে পুরুষদের সেমিফাইনালে উঠে এলেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মারিন সিলিচ। ফ্রান্সের জো উইলফ্রেদ সোঙ্গাকে হারিয়ে দিলেন ক্রোয়েশিয়ার মারিন সিলিচ।

XS
SM
MD
LG