অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে বিভিন্ন বর্ণের লোক করোনাভাইরাসে সংক্রমিত


গতকাল শুক্রবার দ্য এসোসিয়েটেড প্রেস একটি প্রতিবেদনে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রে কভিড ১৯ এ যাঁরা মারা গেছেন তাঁদের অর্ধেকই হচ্ছেন কৃষ্ণাঙ্গ, হিসপ্যানিক, আদিবাসী আমেরিকান এবং এশিয়ান আমেরিকান। দ্য এসোসিয়েটেড প্রেস এবং ফৌজদারি বিচার ব্যবস্থার খবর সংগ্রহকারি একটি অলাভজনক প্রতিষ্ঠান দ্য মার্শাল প্রজেক্টের বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, বিভিন্ন বর্ণের সংখ্যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪০ শতাংশ, অথচ তারা জুলাই মাস জুড়ে অতিরিক্ত মৃত্যুর প্রায় ৫২ শতাংশ ছিল। ঐ প্রতিবেদনে অতিরিক্ত মৃত্যু বলতে বোঝানো হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রথম সাত মাসে যে সংখ্যক লোক সাধারণত মারা যান তার অধিক মৃত্যু। এই হিসেবটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের দেয়া সংখ্যা অনুযায়ী। বিশ্বের যে কোন দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে সর্বাধিক সংখ্যক লোক এই করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং মারা গেছেন। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে ৫৬ লক্ষ লোক সংক্রমিত হয়েছেন, মারা গেছেন ১,৭৫০০০ লোক। ব্রাজিলে সংক্রমিত হয়েছেন ৩৫ লক্ষ লোক এবং ভারতে সংক্রমিতের সংখ্যা তিরিশ লক্ষের কাছাকাছি। আজ জন্স হপকিন্সের প্রতিবেদনে জানানো হয়েছে গোটা বিশ্বে কভিড ১৯ এ সংক্রমিত হয়েছেন দু কোটি তিরিশ লক্ষ লোক এবং এতে মারা গেছেন প্রায় আট লক্ষ লোক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান গতকাল বলেন যে, মেক্সিকোতে এই মহামারিতে আক্রান্তের সংখ্যা বোধ হয় আসল সংখ্যার চেয়ে অনেক বেশি, সেখানে পরীক্ষা করার সুবিধা খুবই সীমিত। তিনি জিনিভায় এক ব্রিফিং এ জানান সেখানে প্রতি এক লক্ষ লোকের মধ্যে মাত্র তিন জনের পরীক্ষা করা হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রে প্রতি এক লক্ষ লোকের মধ্যে দেড়শ লোকের পরীক্ষা করা হয়। শনিবার সকাল নাগাদ জানা গেছে মেক্সিকোতে সংক্রমিত লোকের সংখ্যা সাড়ে পাঁচ লক্ষ, এতে মারা গেছেন ঊণষাট হাজারেরও বেশি মানুষ। ও দিকে দক্ষিণ কোরিয়ায় বড় রকমের সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গির্জা, নৈশ ক্লাব এবং সমুদ্র সৈকতে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।

XS
SM
MD
LG