অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলে বন্দুকধারীর হামলা থেকে প্রাণে বেঁচে গেলেন এক সাংবাদিক


মানচিত্রে আফগানিস্তানের রাজধানী কাবুল দেখা যাচ্ছে।
মানচিত্রে আফগানিস্তানের রাজধানী কাবুল দেখা যাচ্ছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী, গাড়িতে থাকা আলী রেজা শরিফী নামের এক সম্প্রচার সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঐ সাংবাদিক সামান্য আহত হন।

অ্যাসোসিয়েটেড প্রেসকে তালিবানের উপ মুখপাত্র বিলাল করিমি জানিয়েছে, ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের সাংবাদিক শরিফী শুক্রবার গভীর রাতে ঐ হামলা থেকে প্রাণে বেঁচে যান।

তিনি বলেন, 'অপরাধীকে খুঁজে বের করতে আমরা তদন্ত করছি"। তাৎক্ষণিকভাবে কেউ ঐ হামলার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানে গত দুই মাসে সাংবাদিকদের বিরুদ্ধে ৩০টির বেশি সহিংসতা এবং হুমকির ঘটনা ঘটে, যার প্রায় ৯০ শতাংশ তালিবান দ্বারা সংঘটিত হয়েছে--একটি আফগান মিডিয়া ওয়াচ ডগ এমন তথ্য জানানোর কয়েকদিন পর ঐ হামলার ঘটনা ঘটলো।

এপি'কে শরিফী বলেন, তিনি যখন গাড়ি চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন তখন মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি তার গাড়িতে গুলি চালায়। তিনি আরও বলেন, বাম দিক দিয়ে চালানো একটি বুলেট তার ঠোঁট ছুঁয়ে গেছে এবং জানালার টুকরো অংশগুলো তার বাম চোখে আঘাত করেছে।

সামাজিক মাধ্যমে শেয়ার করা শরিফীর গাড়ির ছবিতে, গাড়ির একটি জানালায় বুলেটের অন্তত দুটি ছিদ্র দেখা যাচ্ছে।

গত আগস্টের শেষ দিকে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর থেকে দেশটিতে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন।

XS
SM
MD
LG