আফগানিস্তানের পূর্বাঞ্চলের নাঙ্গারহার প্রদেশে শুক্রবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ৫জন অসামরিক লোক প্রাণ হারিয়েছে এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছে।
স্থানীয় সরকারের মুখপাত্র ভয়েস অব অমেরিকাকে জানিয়েছেন যেযারা ঐ হামলারা শিকার হয়েছেনতারা একটি গাড়ীতেনাঙ্গারহারের রাজধানী জালালাবাদ থেকে হাসকা মীনা শহরে যাওয়ার পথে গাড়ীটি রাস্তায় পেতে রাখা বোমার সংগে ধাক্কা লেগে বিস্ফোরণ ঘটে।
আতাউল্লা খোগানী জানিয়েছেন ঐ আক্রমণে ৪জন শিশু এবং ২জন মহিলা আহত হয়েছে। তিনি আরও জানান আফগান সরকারের নিয়ন্ত্রণাধীন নয় এমন এক প্রত্যন্ত গ্রামে বিস্ফোরণটি ঘটেছে। তাৎক্ষনিক ভাবে ঐ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।