আফগানিস্তানের দক্ষিনাঞ্চলের কান্দাহার শহরের কাছে সোমবার এক বিস্ফোরণে কমপক্ষে দু জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। আফগান সীমান্ত ও উপজাতীয় নেতা আসাদুল্লাহ খালিদ বলেছেন যে তিনি কাছেই ছিলেন এবং তাকে ঐ হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল, তবে কর্তৃপক্ষ বলছে যে সে ব্যাপারে কোন প্রমাণ নেই। ঐ বোমা বিস্ফোরণে কমপক্ষে আরো দশ জন আহত হয়। দ্বিতীয় আরেকটি হামলায় সেনাবাহিনীর পোশাক পরা একজন আত্মঘাতী বোমাবাজ কান্দাহার শহরে আফগান সেনা ঘাটির ভেতরে আঘাত হানে। সেনাকর্মকর্তারা বলছেন যে হামলাকারীর সঙ্গে একজন প্রহরীও নিহত হয়। ঐ বিস্ফোরণে দু জন সৈন্য আহত হয়।