আফগানিস্তানের সংঘাত-সংঘর্ষে এবছর অসামরিক যে লোকজন প্রাণ হারিয়েছেন সে সংখ্যা আগের যেকোনো রক্তক্ষয়ি বছরের তুলনায় অনেক বেশি বলে জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক সহযোগীতা সংস্থা UNAMA র এক ঘোষনায় বলা হয়েছে আজ।
সশস্ত্র সংঘাত হতে অসামরিক লোকজনের সূরক্ষা বিষয়ে দু’ হাজার পনেরো সালের বৎসর-মধ্যবর্তী UNAMA রিপোর্টে বলা হয়েছে দু’ হাজার পনেরো সালের প্রথম ছ’মাসে অসামরিক নিহত লোকজনের এ সংখ্যা ছিলো ৪ হাজার ৯ শ’ ২১। এই একই মেয়াদে আগের বছর ২ হাজার ১৪ সালে নিহত অসামরিক লোকজনের সংখ্যা ছিলো ৩ হাজার ৩ শ’ ২৯- অর্থাত কিনা বৃদ্ধির পরিমান এক শতাংশ মাত্রার।বলা হচ্ছে-নিহত অসামরিক লোকজনের ঐসব মৃত্যুর ৯০ শতাংশ বিস্ফোরণ-আত্মঘাতি হামলা অভিযানের কারণে ঘটেছে।