রবিবার আন্তর্জাতিক দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান ডক্টোর্স উইথআউট বর্ডার্স বলেছে আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ শহর থেকে তারা প্রত্যাহার করেছে। তার আগে যুক্তরাষ্ট্রের আক্রমণ বলে সন্দেহ করা হচ্ছে সেই হামলায় তাদের চিকিৎসা কেন্দ্রে বোমা বর্ষণ করা হয়। তারা অস্বীকার করেছে যে বোমা বর্ষণের সময় তাদের চিকিৎসা কেন্দ্রে বিদ্রোহীরা ছিল।
৩ জন শিশু সহ ২২জন শনিবার বিমান হামলায় প্রাণ হারায়। ওই সংগঠন যেটি তাদের ফরাসী আদ্যাক্ষর এম এস এফ নামে পরিচিত, ওই হাসপাতালটি পরিচালনা করে।
এম এস এফ এর এক মুখপাত্রী বলেন যে সকল রোগী গুরুতরো ভাবে আহত তাদের অন্যান্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হযেছে। তিনি আরও বলেন এম এস এফ এর কোন কর্মী অই স্থাপনায় আর কাজ করছে না। তিনি বলেন তাদের কয়েকজন কর্মী ওই এলাকার দুটি হাসপতালে কাজ করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার ওই ঘটনায় তার গভীর সমবেদানা জানিয়েছেন।