অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউজে আসছেন আফগান নেতৃবৃন্দ 


আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও প্রধান নির্বাহী আব্দাল্লাহ আব্দাল্লাহ, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউজে আসছেনI তাদের প্রথম মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বাদবাকি যুক্তরাষ্ট্র ও জোট সেনাদের প্রত্যহার কর্মসূচির পটভূমিতেI প্রেসিডেন্ট বাইডেন ১১ই সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার সম্পন্ন করতে চান, যে যুদ্ধকে তিনি 'চিরদিনের যুদ্ধ' বলে আখ্যায়িত করেছেনI

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন তাদেরকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন এবং তাদের কাছে যুদ্ধবিধস্ত দেশটির জন্য যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, কূটনৈতিক ও মানবিক সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেনI তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন ও ড: আব্দাল্লাহর সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের স্থায়ী অংশীদারিত্বের গুরুত্ব বহন করেI

প্রেস সেক্রেটারি সাকি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন, আফগানিস্তানের চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে এবং আফগানিস্তানের বিবাদমান দলগুলিকে সংঘাত বন্ধে অর্থবহ আলোচনায় বসার আবেদন জানাচ্ছেI

প্রেসিডেন্ট ঘানির দপ্তর থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয় নিI পহেলা মে, সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর আফগান নিরাপত্তা বাহিনী ও তালিবান বিদ্রোহীদের লড়াই বহুলাংশে বৃদ্দি পেয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত শান্তি উদ্যোগ-আলোচনা ব্যাহত হচ্ছেI

XS
SM
MD
LG