অ্যাকসেসিবিলিটি লিংক

বিলম্ব না করে আফগানিস্তানে শান্তি আলোচনা শুরু করার আহ্ববান


যুক্তরাষ্ট্র সরকার আফগানিস্তানে লড়াইরত দলগুলির প্রতি বিলম্ব না করে শান্তি আলোচনা শুরু করার আবেদন জানিয়েছে, যাতে করে শান্তি প্রক্রিয়ায় বিরোধিতাকারীদের নিবৃত্ত করা যায়I শুক্রবার আফগান জাতীয় দলের শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী একজন মহিলা সদস্যের প্রাণনাশের চেষ্টা করা হলে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, জালমি খলিলজাদ এই আবেদন জানানI

আফগান কর্মকর্তারা জানান, মহিলা মানবাধিকারের প্রবক্তা ও বিশিষ্ট আইনজীবী, ফাওজিয়া কুফী, শুক্রবার উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশ থেকে কাবুলে ফেরার সময় অজ্ঞাত বন্দুকধারীরা তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায়I তবে তিনি অক্ষত অবস্থায় রক্ষা পানI

আফগান কর্মকর্তারা এই হামলাকে প্রাণনাশের প্রয়াস আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেনI তবে এই হামলার দ্বায় এখনো কেই স্বীকার করেনিI

XS
SM
MD
LG