অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেনের সঙ্গে বৈঠকের জন্য আফগান প্রেসিডেন্ট এখন যুক্তরাষ্ট্রে


আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি, শুক্রবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে আজ যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন। আফগান নেতা এবং তাঁর প্রধান শান্তি আলোচক আব্দুল্লাহ আব্দুল্লাহকে বহনকারী একটি বিমান আজ ওয়াশিংটনের অদূরে অবতরণ করেছে। বাইডেন, তাঁর কথায়, অনন্তকাল ধরে চলে আসা এই যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সৈন্য প্রত্যাহার এবং তার সুত্র ধরে নোটোর সৈন্য প্রত্যাহারের যে সময়সীমা ১১ ই সেপ্টম্বর নি্ধারণ করা হয়েছে তার আগে এই প্রথম বাইডেন ও আফগান কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা হবে। হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি এর আগেই জানান বাইডেন আফগান নেতাদের স্বাগত জানাতে অপেক্ষা করছেন এবং সৈন্য প্রত্যাহার যেমন অব্যাহত রয়েছে তেমনি ঐ যুদ্ধ বিধ্বস্ত দেশে যুক্তরাষ্ট্রের কুটনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা প্রদানের বিষয়ে বাইডেন তাঁদেরকে আবারও নিশ্চয়তা দেবেন। তিনি বলেন,“ আফগানিস্তান থেকে সামরিক বাহিনী সরিয়ে নেয়ার এই প্রক্রিয়ার মধ্যেই প্রেসিডেন্ট গণি এবং ড. আব্দু্ল্লাহর এই সফর যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যকার স্থায়ী সহযগিতামূলক সম্পর্ককেই তুলে ধরছে। সাকি জোর দিয়েই বলেন যে ওয়াশিংটন চলমান শান্তি প্রক্রিয়াকে সম্পু্ণ ভাবে সমর্থন করে এবং সকল পক্ষকে অর্থবহ ভাবে এতে অংশগ্রহণে উত্সাহিত করে যাতে করে এই সংঘাতের অবসান হয়”।

XS
SM
MD
LG