অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান ও আফগানিস্তানের ভুমিকম্পে প্রাণ হারান প্রায় সাড়ে তিন শ’ লোক- জখম , দু’দেশ মিলিয়ে দু’হাজারের বেশি


পাকিস্তান ও আফগানিস্তানের ভুমিকম্প দূর্গত-দূর্গম প্রত্যন্ত অঞ্চলগুলোয় পৌঁছোনোর চেষ্টা উদ্ধারকারী-উদ্ধারকর্মির দলগুলো চালিয়ে যাচ্ছে নিরলসভাবে। সোমবার সাত দশমিক পাঁচ মাত্রার ঐ ভুমিকম্পের আঘাতে বিপর্য্যস্ত ঐ এলাকাগুলোয় প্রাণ হারান প্রায় সাড়ে তিন শ’ লোক- জখম হন, দু’দেস মিলিয়ে দু’হাজারের বেশি মানুষ।

আফগানিস্তানে ঐ ভুমিকম্প আঘাত হানে জনবিরল বাদাগশাঁ প্রদেশে- আগাত হানে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলবর্তী পাখতুনখোয়া প্রদেশে এবং ঐ পাখতুনখোয়া প্রদেশেই হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি – কর্মকর্তাদের সূত্রে সেখানে নিহতের সংখ্যা এক শ’ পঁচাশি- জখম চোদ্দ শ’ পঞ্চাশ বলে উল্লেখ করা হচ্ছে।

পাকিস্তানের সামরিক বাহিনী- অসামরিক ত্রাণ সংস্থাগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে নিরবছিন্নভাবে,হেলিকপ্টর পাঠানো হচ্ছে- ভূমিকম্প বিপর্যস্তদের জন্যে নিয়ে যাওয়া হচ্ছে তাঁবু-কম্বল-খাদ্যসামগ্রী ওষুধপত্র।

XS
SM
MD
LG