অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান নিরাপত্তা বাহিনী তালিবানদের অভিযান প্রতিহত করতে সক্ষম


D
D

যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা ও সামরিক কর্মকর্তারা আশা ব্যক্ত করছেন যে, যুক্তরাষ্ট্র ও জোট বাহিনী প্রত্যাহারের সময় তাদের বিরুদ্ধে হামলা পরিচালিত হলেও, আফগান নিরাপত্তা বাহিনী তালিবানদের পুনরুজ্জীবিত হামলা মোকাবেলা করতে সক্ষমI

সমগ্র আফগানিস্তান জুড়ে প্রাদেশিক কর্মকর্তরা পহেলা মে তারিখের প্রত্যাহার কর্মসূচি শুরু হবার পর, অধিক সংখ্যায় মৃত্যু ও ক্ষয়-ক্ষতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেনI তবে পেন্টাগন থেকে জানানো হয় যে, তাদের প্রত্যাহার কর্মসূচি পরিকল্পনা মাফিক এগিয়ে যাবেI

জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, জেনারেল মার্ক মাইলি বলেন, "আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি এটা কোনো পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত নয় যে, তালিবানরা আপনি থেকেই জয় করবে, আর কাবুলের পতন হবে"I জেনারেল মাইলি'র পাশে দাঁড়িয়ে, প্রতিরক্ষামন্ত্রী, লয়েড অস্টিনও আফগান সামরিক বাহিনীর ক্ষমতার ওপরে আস্থা রাখার কথা ব্যক্ত করেনI

উদাহরণস্বরূপ, হেলমান্দ প্রদেশের লস্কর গাওতে আফগান সামরিক বাহিনী তালিবানদের হামলা সাফল্যের সঙ্গে প্রতিহত করেছেI তারা ভবিষ্যতের তালিবানদের অভিযান থামাতে সফল হবে বলে সামরিক কর্মকর্তারা আশাবাদীI

XS
SM
MD
LG