অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান থেকে ২ হাজার ১৪ সালের সৈন্য প্রত্যহারের পর নিরাপত্তা পরিস্থিতি কেমন দাঁড়াবে ?


প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার রাষ্ট্রীয় পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রসের যুগ্ম অধিবেশনে তাঁর স্টেইট অফ দ্য য়ূনিয়ন ভাষনে , আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্রের ৬৬ হাজার সৈন্যের অর্ধেক সংখ্যককে দেশে ফিরিয়ে আনবার কথা ঘোষনা করলে আফগান কর্মকর্তারা তাতে সাধুবাদ জানিয়েছেন – একই সঙ্গে কিছু সংখ্যক আফগান নাগরিক মনে করেন , যুক্তরাষ্ট্র আফগানিস্তানের মানুষের জন্যে শ্রেয়তরো , নিরাপদতরো জীবনের নিশ্চয়তা প্রদানের যে প্রতিশ্রুতি দিয়েছিলো সেটা এখনো পূরণ হয়নি । বছর দুই আগে স্থির হয়েছিলো ২ হাজার ১৪ নাগাদ আফগানিস্তান থেকে নেটো সৈন্য প্রত্যাহৃত হবে , কারযাই সরকার তাতে খুশি তো হয়েছিলোই – সৈন্য প্রত্যাহার ত্বরান্বিত করার জন্যে ওবামা প্রশাসনের উদ্যোগে সাধুবাদও জানিয়েছিলো ।
আফগানিস্তান থেকে ২ হাজার ১৪ সালের সৈন্য প্রত্যহারের পর ঠিক কি সংখ্যক সৈন্য সেখানে রয়ে যাবে –– আফগানিস্তানের নিরাপত্তা কেমন দাঁড়াবে , আফগানিস্তান ঐ পরিস্থিতিতে সামাল দিতে পারবে কিনা – এসব নিয়ে আমরা কথা বলি ঢাকার অসরকারি গবেষনা সংস্থা institute of peace and securities studies-এর প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত জেনারেল মুনিরুজ্জামানের সঙ্গে । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
please wait
Embed

No media source currently available

0:00 0:05:18 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG