অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আত্মঘাতি বোমা আক্রমণে গভর্ণারসহ আর ৭জন নিহত



আফগানিস্তানের কর্মকর্তারা বলছেন, একটি আত্মঘাতি বোমা আক্রমণে শহরের গভর্ণার এবং আর অন্তত ৭জন নিহত হয়েছেন। আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি মসজিদে তারা শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যান।

কর্তৃপক্ষ বলছেন, কুন্দুজ প্রদেশের আর্চি শহরে শুক্রবার সকালে আক্রমণটি ঘটে। অসামরিক জনগণসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।

আর্চি শহরের গভর্ণার সায়িদ সারুদ্দীনকে হত্যার এবং আক্রমণের দায়িত্ব তাতক্ষনিকভাবে কেউ স্বিকার করেনি।
তবে তালিবান নিয়মিত ভাবে পশ্চিমা শক্তি সমর্থিত প্রেসিডেন্ট হামিদ কার্জায়ী সরকা্রের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে থেকে এবং বিদেশী এবং আফগান সেনা, পুলিশ এবং কর্মকর্তাদের লক্ষ্য করেই এই ধরণের আক্রমণ চালানো হয়।

সাম্প্রতিক দিনগুলোতে আলাদা আলাদা হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।
XS
SM
MD
LG