অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের তালিবান ও সরকারী বাহিনীর মধ্যে লড়াই


আফগানিস্তানের রাজধানী কাবুলের ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের গজনী শহরের ভিতরে তালিবান ঢুকে পড়ে হামলা চালায়। বিদ্রোহী এবং সরকারী বাহিনীর সংগে লড়াই শুরু হয় বৃহস্পতিবার রাতে এবং তা চলতে থাকে শুক্রবার সকাল পর্যন্ত।

লড়াইরত দুই দল এক পর্যায়ে শহরের ভেতরে গুরুত্বপূর্ণ সরকারী ভবনগুলোর কাছে চলে যায়। স্থানীয় বাসিন্দা এবং প্রাদেশিক কাউন্সিলের সদস্য আমানুল্লাহ কামরানি জানিয়েছেন, গভর্নরের দপ্তরসহ জাতীয় নিরাপত্তা বাহিনীর নির্বাহী দপ্তর এবং আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার অফিসের কাছে লড়াই হয়েছে।

প্রাদেশিক পুলিশ প্রধান জেনারেল ফারিদ মাশাল জানান, তালিবানকে শহরের বাইরে হটিয়ে দেওয়ার জন্য সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী সেখানে পাঠিয়েছেন। তিনি বলেন, তালিবান অসামরিক আবাসিক এলাকায় আশ্রয় নেওয়ায় তাদের হটিয়ে দিতে বেশ বেগ পেতে হচ্ছে। শহরের কিছু এলাকায় বিশেষ করে দ্বিতীয় আরেকটি শহরে এখনও লড়াই চলছে।

XS
SM
MD
LG