অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে প্রতিবাদ বিক্ষোভ


Afghanistan
Afghanistan

কাবুলে ক্ষুব্ধ প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে, হুশিয়ার করে দেওযার জন্য নিরাপত্তা বাহিনী ফাকা গুলি ছোড়ে। বিক্ষোভকারীদের কয়েকজন প্রেসিডেন্ট প্রাসাদের দ্বার ভেঙ্গে ফেলতে চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী ওই পদক্ষেপ নেয়। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে, কথিত ইসলামিক স্টেটের চরমপন্থীরা যে তিন মহিলা সহ সাত অসামরিক ব্যক্তির শিরস্ছেদ করেছে, বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য রাজধানীতে সমবেত হয়।

যাদের হত্যা করা হয় তারা সংখ্যালঘু হাজারা শিয়া সম্প্রদায়ের সদস্য। এক মাস আগে তাদের অপহরন করা হয়েছিলো। গত রবিবার দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশে নিহতদের মস্তকহীন দেহ পাওয়া যায়।

প্রচন্ড বৃষ্টিপাত ও ঠান্ডা আবহাওয়া সত্বেও বিক্ষোভকারীরা আফগান রাজধানীর রাস্তা দিয়ে মরদেহ সহ মিছিল করে যায়। তারা প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমবেত হয়।

প্রতিবাদকারীরা সরকার বিরোধী স্লোগান দেয়। তারা অসামরিক লোকজনদের নিরাপত্তার দাবী জানায়। আফগান টেলিভিশনগুলোতে বিশাল ওই সভার খবর প্রচার করা হয।

XS
SM
MD
LG