অ্যাকসেসিবিলিটি লিংক

তালেবান বিদ্রোহীরা বলেছে তারা আফগানিস্তানের কুন্দুজ শহরের কিছুটা অংশ দখল করেছে


Sediq Sediqi, spokesman for the Afghan interior ministry, speaks with news media about a militant pre-dawn attack in Kunduz, at the interior ministry in Kabul, Afghanistan, Sept. 28, 2015.
Sediq Sediqi, spokesman for the Afghan interior ministry, speaks with news media about a militant pre-dawn attack in Kunduz, at the interior ministry in Kabul, Afghanistan, Sept. 28, 2015.

তালেবান বিদ্রোহীরা বলেছে তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ শহরের কিছুটা অংশ দখল করেছে। তার আগে তারা বেশ কয়েকটি দিক থেকে সূর্যদয়ের আগে সমন্বিত আক্রমণ চালায়।

স্থানীয় বার্তা মাধ্যমে বলা হয় চরমপন্থীরা প্রাদেশিক সংসদ ভবন, ২০০ রুগীর একটি হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন দখল করেছে।

আফগান টেলিভিশনে খবর দেওয়া হয়েছে যে পুলিশ সদর কার্যালয়ের এবং প্রাদেশিক গভর্নরের দফতরের চতুরদিকে লড়াউই হয়। আরও খবর দেওয়া হয়েছে যে চরমপন্থীরা শহরের জেলখানা দখল করেছে এবং বন্দীদের মুক্তি দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র Sediq Sediqi ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে জাতীয় নিরাপত্তা বাহিনী প্রায় ২৫ জন বিদ্রোহীকে হত্যা করেছে।

XS
SM
MD
LG