আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের উত্তেজনাপূর্ণ হেলমান্দ প্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলায়, তালেবান বিদ্রোহীদের সঙ্গে কয়েকদিনের রক্তাক্ত সংঘর্ষের পর, কর্মকর্তারা বলেছেন, জাতীয় নিরাপত্তা বাহিনী রবিবার সেখানে সরকারি নিয়ন্ত্রণ পুনরপ্রতিষ্ঠা করেছে।
প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক মুখপাত্র, দাওলাত ওয়াজিরি সাংবাদিকদের বলেছেন, NATOর নেতৃত্বে বিমান হমলার সহায়তায়, মুসা কালা পুনরদখলের অভিযান চালানো হয়। হামলায় ২২০ জন বিদ্রোহী জঙ্গী হতাহত হয়।
তিনি বলেন সরকারী বাহিনীর অন্তত এক সৈনিক নিহত হয়, আহত হয় অন্যান্য কয়েকজন। স্থানীয় সামরিক কর্মকর্তারা অবশ্য বলেছেন জাতীয় নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি।
তালেবান অবশ্য সরকারী রিপোর্টের বিষয়ে কোন মন্তব্য করেনি।