আফগানিস্তানের পুর্বাঞ্চলে প্রাদেশিক পুলিশ সদর কার্যালয়ে তালেবান বিদ্রোহীরা হামলা চালালে ৫জন নিহত হয় এবং অন্তত ২০জন আহত হয়।
পাকতিয়া প্রদেশের রাজধানী গার্ডেজে রবিবার খুব ভোরে, এক আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারি, কড়া নিরাপত্তা বেষ্টিত স্থাপনার প্রবেশ পথে বিস্ফোরণ ঘটায়। ভিডিওতে দেখা যায় প্রচন্ড বিস্ফোরণে ওই স্থাপনার অনেক খানি ধ্বংস হয়ে যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন বিস্ফোরণের পরেই ভারি অস্ত্রে সজ্জিত বিদ্রোহীরা চত্বরের ভেতরে ঢুকে পড়ে।
এক তালেবান মুখপাত্র দাবি করেছে আক্রমণে ১০০ বেশি নিরাপত্তা কর্মী হতাহত হয়।