অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে প্রচন্ড ভূমিকম্পে কয়েক শত মানুষ প্রাণ হারিয়েছে


major earthquake struck northern Afghanistan Monday, killing scores of people there as well as in neighboring Pakistan.
major earthquake struck northern Afghanistan Monday, killing scores of people there as well as in neighboring Pakistan.

সোমবার আফগানিস্তানের উত্তরাঞ্চলে প্রত্যন্ত এক এলাকায় এক প্রচন্ড ভূমিকম্পের আঘাতে সেখানে এবং প্রতিবেশি দেশ পাকিস্তানে দুই শতাধিক মানুষ প্রাণ হারান, আহত হন ১৪ শো'র বেশী মানুষ। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল, হিন্দুকুশ পর্বতমালার এক প্রত্যন্ত এলাকা। যা ফেইজাবাদের ৮২ কিলোমিটার দক্ষিণপূর্বে । যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। আর মুল ভূমিকম্পের ৯০ মিনিটের মাথায় ঐ একই এলাকায় ৪ দশমিক ৭ এবং ৪ দশমিক ৮ মাত্রার দুটি কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটি সবচেয়ে বড় আঘাত হানে পাকিস্তানের খাইবার পাকথুনখোয়া প্রদেশে । কেবল ঐ অঞ্চলেই অন্ততপক্ষে ১৪০ জন মারা যান এবং আহত হন এক হাজারের বেশি । পাকিস্তান সেনা প্রধান জেনারেল রাহিল শারিফ-- সৈন্য এবং হেলিকপ্টার প্রস্তুত রেখেছেন । যাতে ঐ অঞ্চলে উদ্ধার তৎপরতা চালাতে প্রয়োজনীয় সামগ্রী তাৎক্ষনিক ভাবে সরবরাহ করা যায়। এখন পর্যন্ত আফগানিস্তানে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । তবে দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন- হতাহতের সংখ্যা নাচকীয় ভাবে বেড়ে যেতে পারে। আফগানিস্তানের তাখারে, ভবনগুলো যখন টলছিলো, তখন একটি স্কুলের ছাত্র ছাত্রীরা দ্রুত বের হবার চেষ্টা করার সময় পদদলিত হয়ে ১২জন শিক্ষার্থী প্রাণ হারায় । পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প এলাকায় এখনই ক্ষয়ক্ষতির পরিমান অনুমান করা সম্ভব নয় । এদিকে, ভূমিকম্পের প্রভাবে ভারতের রাজধানী নতুন দিল্লীর ভবন গুলোতেও কম্পন অনুভূত হয়েছে। ঐ সময় কর্মকর্তা-কর্মচারীদের ভবন থেকে বের করে দেয়া হয়। নেপালে ভয়াবহ ভূমিকম্পের ছয়মাস পর এবার ভূমিকম্প আঘাত হানলো আফগানিস্তান ও পাকিস্তানে ।

XS
SM
MD
LG