অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের কুন্দুজে হাসপাতালে ভুল বশত বোমা বর্ষণের তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্র


Afghan protesters sit on the ground to block one of the main Kabul streets during a demonstration against the government, in Kabul, Afghanistan, Oct. 7, 2015.
Afghan protesters sit on the ground to block one of the main Kabul streets during a demonstration against the government, in Kabul, Afghanistan, Oct. 7, 2015.

আফগানিস্তানের কুন্দুজে একটি হাসপাতালে আমেরিকান সামরিক বাহিনী, শক্তি প্রয়োগে তাদের কর্তৃত্তের সীমা ছাড়িয়ে গেছে কিনা, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তদন্ত করে দেখছেন। ভুলবশত ওই আক্রমণ করা হয়। ওই হামলায় ২২জন প্রাণ হারায়।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ কম্যান্ডার, সেনা বাহিনীর জেনারেল জন ক্যাম্পবেল বলেছেন যে গত শনিবারের ওই আক্রমণের দায় যুক্তরাষ্ট্র নিচ্ছে। হামলা চালানোর আগে আফগান বাহিনী যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিলো তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য। আফগান বাহিনী ভেবেছিলো যে তালেবান জঙ্গীরা হাসপাতালের ভেতর থেকে গুলি ছুড়ছে। কিন্তু প্রশ্ন থেকে গেল যে আক্রমণে রাজী হওয়া কি, যুক্তরাষ্ট্রের উচিত হয়েছে।

XS
SM
MD
LG