অ্যাকসেসিবিলিটি লিংক

হেকমাতিয়ারের সঙ্গে কাবুলের শান্তি আলোচনায় এখন অচল অবস্থা


Amin Karim (R), an official of the Hezb-i-Islami Party, speaks during a press conference in Kabul, Afghanistan, March 17, 2016.
Amin Karim (R), an official of the Hezb-i-Islami Party, speaks during a press conference in Kabul, Afghanistan, March 17, 2016.

আফগানিস্তানের এক বিদ্রোহী গ্রুপ বলেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে যে আন্তর্জাতিক সেনারা আছে, তাদের উপস্থিতির বিষয়ে মতপার্থক্যের ফলে সরকারের সঙ্গে শান্তি আলোচনা এখন অচল অবস্থায় রয়েছে।

পলাতক সাবেক যুদ্ধবাজ নেতা গুলবুদ্দীন হেকমাতিয়ারের নেতৃত্বে হেজবে ইসলামি এইচআইএ উপদল, আফগান মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা একপাক্ষিক ভাবে শান্তি আলোচনার কিছু শর্ত পরিবর্তন করেছেন। এর আগে দুপক্ষ কয়েক সপ্তাহ ধরে জোরালো আলোচনার পর একটা চুক্তি প্রনয়ন করেন।

Daily Shahadat পত্রিকায় এক প্রতিবেদনে এইচআইএ অভিযোগ করে যে যুক্তরাষ্ট্রের চাপের মুখে আফগান সরকার প্রাথমিক চুক্তিতে, আফগানিস্তানে বিদেশী সেনাদের ভবিষ্যৎ বিষয়ে যে সব শর্ত আছে তা পরিবর্তন করেছে।

XS
SM
MD
LG