অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু হোল


প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, প্রায় ১০০ সেনা ও কিছু যন্ত্রপাতি নিয়ে আফগানিস্তান থেকে পহেলা মে তারিখের আগে, প্রত্যাহার কর্মসূচি শুরু হয়েছেI সেনা প্রত্যাহার, হয়তোবা দীর্ঘতম আফগান লড়াইয়ের অবসান ঘটাবে, তবে সামরিক বিশেষজ্ঞরা পুরো অঞ্চলে এর সম্ভব্য প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেনI

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, আমেরিকান ও জোট সেনাদের চলে যাওয়ার পর, যে নিরাপত্তাজনিত শূন্যতার সৃষ্টি হবে, তাতে এই অঞ্চলের দেশগুলি নিরাপত্তার দায়িত্ব কতটুকু গ্রহণ করবে এবং আফগান সরকার ও তালিবানদের থেমে থাকা আলোচনার কারণে, নিরাপত্তা পরিস্থিতি কতটা বিঘ্নিত হবে, তা এখন উদ্বেগের বিষয়I

তাঁর চাইতেও বেশি উদ্বেগের যদি তালিবান ও আফগান সরকারের আলোচনা ব্যর্থ হয়, তখন আঞ্চলিক সরকারগুলিকে নুতন এক হামলা পরিস্থিতি মোকাবেলা করতে হবেI আফগানিস্তান বিষয় শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, জালমি খলিলজাদ বোলেছেন, বিষয়টি উদ্বেগের, কারণ দুই দশকে কাবুলের প্রতিবেশী দেশগুলি এই সমস্যার মুখোমুখি হয় নিI

খলিলজাদ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা আফগানিস্তানের প্রতিবেশীদের এই চ্যালেঞ্জের বিরুদ্ধে সজাগ ও পদক্ষেপ নিতে হবেI তবে সামরিক বিশেষজ্ঞরা জানান, আরো লড়াই শুরু হলে, পাকিস্তানে শরণার্থীদের সংখ্যা অতিমাত্রায় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছেI

XS
SM
MD
LG