অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র বাহিনী আফগান বাহিনীর সঙ্গে মিলে স্থলভাগ ও অন্তরীক্ষে বড়ো ধরনের একটা হামলা অভিযান চালিয়েছে আফগানিস্তানে


যুক্তরাষ্ট্র সেনাবাহিনী বলছে-আফগানিস্তানের দক্ষিনাংশে,আফগান বাহিনীর সঙ্গে মিলে স্থলভাগ ও অন্তরীক্ষে বড়ো ধরনের একটা হামলা অভিযান চালিয়েছে- যাতে অগনিত আল কায়েদা জঙ্গি নিহত হয়েছে।বেশ কয়েক মাসের গোপন তথ্য সংগ্রহ অভিযান এবং চিন্তা ভাবনা পরিকল্পনার পর ঐ অভিযান চালানো হয় অক্টোবরের সাত তারিখে কান্দাহার প্রদেশের শোরাবাক অঞ্চলে। অভিযান শেষ হয় রবিবারে- যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর এক বয়ানে একথা বলা হয় মঙ্গলবারে।

বলা হয় ঐ অগ্রাভিযানে দূ’শতাধিক এ্যামেরিকান ও আফগান সৈনিক অংশ নেয়- নির্দিষ্টভাবে স্থিরীকৃত লক্ষভেদী বিমানাস্ত্র নিক্ষেপ করা হয় ৬৩ বার, যুক্তরাষ্ট্রের তরফে-আফগান বাহিনী লিপ্ত থেকেছে স্থল হামলায়,বেশ কয়েকটি অবস্থানে-আল কায়েদা নেটওয়ার্কের লড়াকুদের বিরুদ্ধে।

আফগানিস্তানে, যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর মূখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল উইলসান শোফনার বলেন- যৌথ এ অভিযানে আঘাত হানা হয় তালেবানদের ঐতিহাসিক ঐ কেন্দ্রভুমে।

XS
SM
MD
LG