অ্যাকসেসিবিলিটি লিংক

বন্দী থাকা আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের মুক্তি দেবে তালেবান


আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানির অনুরূপ ঘোষণার একদিন পরেই বুধবার গভীর রাতে তালেবান ঘোষণা করেছে যে তারা বন্দী থাকা আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের মুক্তি দেবে। এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে আফগানিস্তানে যুদ্ধে লিপ্ত গোষ্ঠীগুলোর মধ্যে আলোচনা শুরু হতে পারে। তালেবান মুখপাত্র সুহাইল শাহীন এক টুইট বার্তায় বলেন, "আমিরুল-মোমিনিনের মমত্ববোধের কারণে এবং সদিচ্ছার ইঙ্গিত হিসাবে ইসলামী আমিরাত ঈদ উল আযহার আগে কাবুল প্রশাসনের অবশিষ্ট বন্দীদের মুক্তি দেবে, এবং এভাবে ১000 বন্দির মুক্তি সম্পূর্ণ হবে।" গানি মঙ্গলবার ইঙ্গিত দিয়েছিলেন যে তালেবানদের সাথে আন্তঃ-আফগান আলোচনা খুব শীঘ্র হতে পারে। তিনি বলেন, “এই পদক্ষেপের মাধ্যমে আমরা এক সপ্তাহের মধ্যে তালেবানদের সাথে সরাসরি আলোচনা শুরু করার আশা করছি,” তিনি বাকী ৫,০০০ তালেবান বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা করেন। উভয় পক্ষই পবিত্র ঈদ উল আযহার জন্য তিন দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

XS
SM
MD
LG