অ্যাকসেসিবিলিটি লিংক

আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড়ে দেড়শ’র বেশি প্রাণ হারিয়েছে


Mozambique cyclone Idai
Mozambique cyclone Idai

আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে রবিবার শক্তিশালী এক ঘূর্ণিঝড়ে দেড়শ’রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েক শত মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। মোজাম্বিকের বেইরা শহরে ঘূর্ণিঝড় সব চাইতে বেশী আঘাত হানে। সোমবার আন্তর্জাতিক ফেডারেশন অফ রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় তারা সাহায্যকারী একটি দল পাঠিয়েছে। সাহায্য কার্যক্রমের প্রধান জেমি লাসুয়েয়ুর জানিয়েছেন, বেইরা এলাকার প্রায় ৯০ শতাংশ একেবারেই ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, সেখানকার অবস্থা অত্যন্ত ভয়াবহ।

মোজাম্বিক, মালাউয়ি এবং জিম্বাবুয়ের অন্তত ১৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সমুদ্রতীরবর্তী বেইরা শহরে বৃহস্পতিবার ঘূর্ণিঝড় আঘাত হনে। বাতাসের বেগ ছিল ঘণ্টায় ২শ কিলোমিটার।

ঐ ঝড় আরও পশ্চিমের দিকে মালাউই এবং জিম্বাবুয়ের দিকের সরে যায়।

XS
SM
MD
LG