অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালে উদ্ধার ততপরতা অব্যাহত আছে, মৃতের সংখ্যা বাড়ছে


আন্তর্জাতিক উদ্ধার ও ত্রাণ দলগুলো নেপালের রাজধানী কাঠমন্ডুতে তাদের উদ্ধার ততপরতা অব্যাহত রেখেছে। দুদিন আগে প্রলয়ঙ্কারী ভূমিকম্পে সেখানে ৩হাজার ৭শ’র ও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ।

উদ্ধারকর্মীরা ধ্বংশাবশেষ খুঁড়ে জীবিতদের উদ্ধার করতে চেষ্টা করছেন। ত্রাণ সংস্থা এবং স্থানীয় মিডিয়া বলছে, ভূমিধ্বস এবং ধ্বংশাবশেষের কারণে, রাজধানীর বাইরের প্রত্যন্ত অঞ্চলে সাহায্য পৌঁছুনো কঠিন হচ্ছে। গ্রামাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা এখনও বিচ্ছিন্ন। আশংকা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

অক্সফামের নির্বাহী হেলেন সোকি ভয়েস অফ আমেরিকাকে বলেছে, এই ভূমিকম্প শুধু মানবিক ভাবে নয়, অর্থনৈতিকভাবেও আঘাত হেনেছে। দেশটির পর্যটন নির্ভর অর্থনীতিতে বহু অবকাঠামো ধ্বংশ হয়ে গেছে।

XS
SM
MD
LG