অ্যাকসেসিবিলিটি লিংক

বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকটের পুরোটাই সন্ত্রাসের কারনে নয় - আখতার মাহমুদ


বিশ্বময় সহিংসতার ঘটনা বাড়ছে , ছোটোবড়ো সব দেশেই প্রায় সন্ত্রাস-সহিংসতার আশংকা প্রকট থেকে প্রকটতরো হচ্ছে – অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছে – ঋণ সংকট গভীর হচ্ছে – অর্থনীতির গতি শ্লথ হচ্ছে – মন্দা প্রায় প্রায়ই যেন ফিরে ফিরে আসছে – সহিংসতা ও অর্থনীতির সংকট এ দুয়ের মধ্যেকার সম্পর্ক নিয়ে আলোচনা করেন বিশ্ব ব্যাঙ্কের অন্তর্গত আই এফ সি-র অর্থনীতিবীদ ডঃ আখতার মাহমুদ । উত্তর আফ্রিকা – মধ্যপ্রাচ্যে আরব বসন্ত নিয়ে আনেকেই উত্ফুল্ল যে গণতন্ত্রে উত্তরণ হচ্ছে – অনেকে আবার মনে করেছেন এতে জ্বালানী সরবরাহ ব্যাহত হচ্ছে , উত্তর আফ্রিকা – মধ্যপ্রাচ্যে – এ প্রশ্নে ডক্টর আখতার মাহমূদ বলেন -একই পরিস্থিতিতে পাশ্চাত্যে যখন ঋণ সংকট দানা বাঁধছে ,প্রাচ্যে তখন – বিশেষ করে চীনে , ভারতে – অর্থনীতি শনৈ শনৈ গতিতে প্রবৃদ্ধি অর্জন করছে । অর্থনীতিবীদ হিসেবে দূর ভবিষ্যতের বিশ্ব আপনার কাছে কতোখানি শান্তিময় , কতোটা নিরাপদ, এ জিজ্ঞাসায় আখতার মাহমুদ বলেন -বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকটের পুরোটাই সহিংসতার কারণে নয় । বিশ্বময় অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যাকর্ষণ শক্তি যেটা তার সবটুকুই সবসময়েই এক স্থানে থাকেনা ।পশ্চিমা জগতের সরকারী নীতি ও প্রাইভেট সেক্টরের কিছু গলদ ছিলো – যে কারণে কিছু সংকট দেখছি আমরা । এসব সংকটের কিছু স্বল্প মেয়াদী – কিছু দীর্ঘ মেয়াদী । তবে এই সংকট থেকে আমরা যে চট করে মুক্তি পাচ্ছি না , সেখানে এই সহিংসতা ও সন্ত্রাসের কিছু ভুমিকা থাকতেও পারে বলে মনে করেন আখতার মাহমূদ । তিনি বলেন, সরকারী খাতে যে বিপুল অংকের অর্থ ব্যয় হয়, তার বিরাট একটা অংশ এই সময়কালে প্রতিরক্ষা ও নিরাপত্তার খাতে নিয়োজিত হয়েছে । সহিংসতা ও সন্ত্রাসের কারণে জনমনে যে নিরাপত্তাহীনতা ও আশংকার উদ্ভব ঘটে, সেটাও অর্থনীতির অগ্রগতিতে বাধা দিয়ে থাকতে পারে । মূলত: অর্থনৈতিক গতি মন্থরতার কারণ এ দুটোই।

XS
SM
MD
LG