অ্যাকসেসিবিলিটি লিংক

৯/১১ বার্ষিকীতে আল কায়দা নেতা জাওয়াহিরির নতুন ভিডিও প্রকাশ


.SITE নজরদারি গ্ৰুপের ভিডিও থেকে নেয়া ছবিতে আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি বক্তব্য রাখছেন, ফাইল ছবি, ৪ঠা সেপ্টেম্বর, ২০১৪-এপি
.SITE নজরদারি গ্ৰুপের ভিডিও থেকে নেয়া ছবিতে আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি বক্তব্য রাখছেন, ফাইল ছবি, ৪ঠা সেপ্টেম্বর, ২০১৪-এপি

আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরি মৃত, অনেক মাস ধরে এমন জল্পনা সত্ত্বেও তাকে ১১ই সেপ্টেম্বরের ২০ তম বার্ষিকীতে নুতন এক ভিডিওতে দেখা গিয়েছে । SITE Intelligence Group , যারা জিহাদি ওয়েবসাইটগুলির নজরদারি করে থাকে, জানায় যে, ভিডিওটি শনিবার সম্প্রচার করা হয়I সেই ভিডিওতে আল জাওয়াহিরি বলেন, "জেরুসালেম ইহুদিদের বিশ্বাসে পরিচালিত হবে না" এবং তিনি জানুয়ারী মাসে সিরিয়ায় রাশিয়ার সেনাদের লক্ষ্য করে হামলাসহ আল কায়দা পরিচালিত হামলার প্রশংসা করেন I

SITE আরো জানায়, আল জাওয়াহিরি ২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কথাও উল্লেখ করেনI SITE অবশ্য জানায়, তাঁর মন্তব্য নতুন রেকর্ডিং'র ইঙ্গিত দেয় না, কারণ তালিবানের সঙ্গে প্রত্যাহার সম্পর্কিত চুক্তি, ২০২০ সালের ফেব্রুয়ারিতে করা হয়েছিল I

ভিডিওতে, আল জাওয়াহিরি তালিবানের আফগানিস্তান ও রাজধানী দখলের কোনো উল্লেখ করেন নি I তবে SITE জানায়, তিনি পহেলা জানুয়ারী উত্তরাঞ্চলীয় সিরিয়ার উত্তর প্রান্তের রাক্কা শহরে রুশ সেনাদের বিরুদ্ধে পরিচালিত হামলার কথা উল্লেখ করেছেনI

২০২০ সালের শেষ ভাগে গুজব ছড়ায় যে, রোগজনিত কারণে আল জাওয়াহিরি'র মৃত্যু হয়েছে I তারপর এই শনিবার পর্যন্ত কোনো ভিডিও বা বেঁচে থাকা সম্পর্কিত প্রমাণাদি প্রকাশ করা হয় নি I টুইটার মারফত SITE গ্ৰুপের্ পরিচালক, রিতা কাত্জ বলেন, তাঁর মৃত্যু হয়েও থাকতে পারে, তবে তা হয়েছে ২০২১ সালের জানুয়ারি মাসে বা তার পরে I

আল জাওয়াহিরি'র ৬১ মিনিট, ৩৭ সেকেন্ডের রেকর্ডকৃত ভাষণের ভিডিওটি, গ্ৰুপটির শাহাব মিডিয়া ফাউন্ডেশন'এ মাধ্যমে প্রচার করা হয় I

সাম্প্রতিক বছরগুলিতে জিহাদি তৎপরতার ক্ষেত্রে, আল কায়দা গ্ৰুপটি তার প্রতিদ্বন্দ্বী গ্ৰুপ, ইসলামিক স্টেট'র প্রতিদ্বন্দ্বিতার মুখে পরে I আইসিস গোষ্ঠী, ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তর এলাকা কব্জা কোরে প্রাধান্য বিস্তার করে এবং খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং ঐ অঞ্চলের কতগুলি দেশে তাদের সহযোগীদের সংখ্যা বৃদ্ধি করেI

XS
SM
MD
LG