ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাকে উদ্বেগজনক বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ওই দুই দেশের মধ্যে কোন যুদ্ধ বিগ্রহ হোক তা বাংলাদেশের কাম্য নয় । রোববার ঢাকায় প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র এবং কানাডা সফরের অভিজ্ঞতা বর্ণনার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন এ অঞ্চলে এ ধরনের কোন সংঘাত ঘটলে বাংলাদেশও ক্ষতিগ্রস্থ হবে। তিনি বলেন বাংলাদেশ আশা করে তাদের এ দ্বিপাক্ষিক সমস্যা তারা আলোচনা করে সমাধান করুক। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এঅঞ্চলের দরিদ্র জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য গঠন করা হয়েছিল । এ অঞ্চলে এমন একটা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন আসন্ন সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হলেও এ বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো একটা সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন যুদ্ধাপরাধের বিচার নিয়ে তারা যখন যা বলছে,বাংলাদেশ তার প্রতিবাদ করছে এবং একই সাথে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও অব্যাহত আছে।জহুরুল আলমের রিপোর্ট: