আজপৃথিবীর বিভিন্ন দেশে পালন করা হচ্ছে বিশ্ব পানি দিবস। এ বছরের পানি দিবসের শ্লোগান হচ্ছে, Leaving No One Behind, কথাটি ব্যাখ্যা করলে বোধ হয় এ রকম দাঁড়ায় কেউ যেন পানির নাগালের বাইরে না যান । নিরাপদ পানি পাবার অধিকার সকলেরই রয়েছে। আসলে মানবাধিকারের সঙ্গে নিরাপদ পানি পাবার অধিকার অঙ্গাঅঙ্গি ভাবে সম্পৃক্ত।
বাংলাদেশে, ভারতে এবং আফ্রিকার দেশগুলোতে নিরাপদ পানি প্রাপ্তির উপায় নিয়ে আজকের আলাপন অনুষ্ঠানে আলোকপাত করেন বাংলাদেশের পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত, নিউ ইয়র্ক থেকে পানি বিশেষজ্ঞ ড আবু সুফিয়ান এবং কোলকাতা থেকে পরিবেশ বিষয়ক সাংবাদিক শ্রী জয়ন্ত বসু। আজকের আলাপন সঞ্চালন করছেন, রোকেয়া হায়দার ও আনিস আহমেদ।