অ্যাকসেসিবিলিটি লিংক

আলজেরিয়ার প্রেসিডেন্ট দেশে সংস্কার সাধনের উদ্যোগ নিচ্ছেন


আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল মাদজিদ তেবুন গতকাল ঘোষণা করেন যে, তিনি সংসদের নিম্নকক্ষ বিলুপ্ত করছেন। এই কক্ষের সদস্যদের ৫ বছর মেয়াদের মধ্যে আরও এক বছরেরও বেশি সময় বাকি আছে মেয়াদ শেষ হতে। তেবুন বলেন, তিনি নির্বাচনের মাধ্যমে একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য নির্বাচনের ডাক দেবেন যে প্রতিষ্ঠান অর্থ থেকে মুক্ত থাকবে, তা দুর্নীতির অর্থ হোক বা নাই-ই হোক। প্রেসিডেন্ট আরও বলেন যে, আগামি দু দিনে তিনি সরকারকে ঢেলে সাজাবেন। তেবুন, ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফ্লিকার সময়ে প্রধানমন্ত্রী ছিলেন এবং ক্ষমতাসীন এলিটদের বিদায়ের দাবি জনানোর প্রতিবাদের মুখেই তিনি নির্বাচিত হন। উত্তর আফ্রিকার এই রাষ্ট্রের নেতা ঐ প্রতিবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত ৬০ জনকে মুক্তি দেবারও আদেশ দিয়েছেন। ঐ আন্দোলনের কারণে ২০১৯ সালে বুতেফ্লিকা ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

তেবুন বলেন যে, নিম্ন কক্ষ নিষিদ্ধ করার সিদ্ধান্ত হচ্ছে সংস্কার সাধনেরই অংশ যা গত নভেম্বরে সংবিধান সংশোধনীতে আনা হয় এবং যার লক্ষ্য হচ্ছে সংসদকে আরও ক্ষমতা প্রদান। সংসদের বাতিল করা এই নিম্নকক্ষের বেশির ভাগ সদস্যই সাবেক প্রেসিডেন্টের সমর্থক। তেবুনের এই পদক্ষেপ সংস্কার আনার ব্যাপারে তার ভোটারদের দেওয়া প্রতিশ্রুতিরই অংশ।

XS
SM
MD
LG