অ্যাকসেসিবিলিটি লিংক

কারওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকান্ড- আমির খসরুর রিপোর্ট


কারওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে হাসিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রোববার রাত ৮টার দিকে হাসিনা মার্কেটের কয়েকটি দোকানে করে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। তারপর বাতাসের কারণে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এরপর আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়ে খবর দেয়। পানি সংকটের কারণেও আগুন নেভাতে বিলম্ব হয়। মার্কেটটিতে ছোট-বড় প্রায় পাঁচশ' দোকান রয়েছে। দোকানিরা জানান, মার্কেটের নিচতলায় সবজির গোডাউন ছিলো। মার্কেটের ২০০-২৫০ দোকান আগুনে পুড়ে গেছে। অগ্নিকান্ডে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।.. ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG