অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে একশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানীর ব্যাপারে বাংলাদেশের সঙ্গে চুক্তি


ভারতের ত্রিপুরা রাজ্য থেকে একশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানীর ব্যাপারে খুব শিগগিরই বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর ফলে ভারত থেকে বাংলাদেশে আমদানীকৃত মোট বিদ্যুৎ হবে ৬শ মেগাওয়াট। ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে। আর এই বিদ্যুতের প্রতি ইউনিটের মূল্য নির্ধারিত হয়েছে ৬ টাকা ৪৩ পয়সা। ইতোমধ্যে বাংলাদেশ এবং ভারত অংশের সরবরাহ সংযোগসহ লাইন স্থাপন এবং আনুষঙ্গিক যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাংলাদেশ গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করতে চাইলেও তখন সংযোগ লাইনের সমাপ্তি না হওয়ায় তা সম্ভব হয়নি। কর্মকর্তারা জানান, এই ফেব্রুয়ারিতে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন হতে পারে। গত জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানীর ব্যাপারে আলোচনা এবং সিদ্ধান্ত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ভারত থেকে আর পাচশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানী করতে আগ্রহী।...ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:00:44 0:00

XS
SM
MD
LG