অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান অসামরিক মৃত্যুতে, মানবাধিকার সংগঠন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে


একটি আন্তর্জাতিক মানবাধিকার নজরদারী সংগঠন একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং তাতে কঠোর ভাষায় দাবি করা হয়েছে যে আফগান অসামরিক মৃত্যুর ঘটনা, এমন কি সম্ভাব্য যুদ্ধ অপরাধ, যা ঘটেছে আফগানিস্তানে সামরিক কার্যকলাপের সময়, যুক্তরাষ্ট্র, তা তদন্ত করতে ব্যর্থ হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশেনাল Left in the Dark শীর্ষক রিপোর্টে ২০০৯ থেকে ২০১৩ সালে সংঘটিত ১০টি ঘটনার তারা যে তদন্ত করেছে তার বিবরন দেয়। ওই সব ঘটনায় ১৪০জনের বেশি অসামরিক ব্যাক্তি যাদের মধ্যে অন্তর্ভুক্ত অন্তস্বত্তা নারী ও শিশু, যুক্তরাষ্ট্রের সামরিক কার্যকলাপের সময় নিহত হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশেনালের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকার পরিচালক রিচার্ড বেনেট বলেছেন তাঁর সংগঠন যে সব ঘটনার তদন্ত করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তার কোনটারই বিচার করেনি।

সোমবার রিপোর্টটি প্রকাশিত হয়। রিপোর্টে বলা হয় আফগান লোকজন ও তাদের পরিবারবর্গের বিচার পাওয়ার পথে প্রধান প্রতিবন্ধক হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বিচার ব্যবস্থা যা গভীর ভাবে ত্রুটিপূর্ণ।

XS
SM
MD
LG