অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়া প্রসঙ্গে আলোচনার জন্য ব্লিঙ্কেন এখন ইউরোপে


যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন লিবিয়া সম্পর্কিত সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার জার্মানির উদ্দেশ্যে রওয়ানা হয়ে যানI জার্মানি ও জাতিসংঘ বুধবারের এই বার্লিন সম্মেলনের আয়োজন করেছে, যেখানে তারা দীর্ঘস্থায়ীভাবে সংঘাত বন্ধের ও একটি স্থিতিশীল সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করবেনI

লিবিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি, রিচার্ড নরলান্ড বলেন, তাদের আলোচনা ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটের সাংবিধানিক ও আইনি ভিত্তিসহ বিভিন্ন আলোচনায় পদক্ষেপ নেয়ার ব্যাপারে গতি সঞ্চার করবেI নরলান্ড সোমবার সাংবাদিকদের বলেন, এছাড়াও বিদেশী যোদ্ধাদের লিবিয়া ত্যাগের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হবেI

লিবিয়ার দীর্ঘকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় রাজনৈতিক অস্থিশীলতা বিরাজ করছেI গত অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের আগে, বহু বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী সরকার রাষ্ট্র পরিচালনা করেছেI তবে অক্টোবরের চুক্তিতে দাবি রাখা হয় যে, ৩ মাসের মধ্যে বিদেশী সেনা ও ভাড়াটে যোদ্ধাদের লিবিয়া ত্যাগ করতে হবেI

তবে বিশেষ প্রতিনিধি নরলান্ড বলেন, বিদেশী সেনারা এখনো লিবিয়া ত্যাগ করেনিI যে অন্যতম কারণে এখানে নির্বাচন এতটা জরুরি যে, নির্বাচন লিবীয় সরকারকে পূর্ণ ও নির্ভরযোগ্য ক্ষমতা দেবে, এবং তখন তারা বিদেশী সেনাদের নির্দেশ দিতে পারবেন, যে এখন তোমাদের সেনা প্রত্যাহার করে নিতে হবেI

XS
SM
MD
LG