অ্যাকসেসিবিলিটি লিংক

যুদ্ধবিরতির সফলতার লক্ষ্যে আলোচনার জন্য এন্টোনি ব্লিঙ্কেন'র মধ্যপ্রাচ্য সফর


শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, যুক্তরাষ্ট্র পরররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন আজ সোমবার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেনI যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসাবে এটি হবে, এই যুদ্ধবিধস্ত এলাকায় তাঁর প্রথম সফরI গাজা চুক্তির সফল বাস্তবায়নের লক্ষ্যে তিনি ইসরাইল, প্যালেস্টাইন ও আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনায় মিলিত হবেনI

যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, দ্রুত মানবিক সহায়তা, গাজা ও গাজার পুনর্গঠন তৎপরতায় আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্যালেস্টাইনের কর্তৃপক্ষের সঙ্গে একত্রে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেI

পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন রবিবার 'সিএনএন' মাধ্যমকে জানান, আমাদের লক্ষ্য এখন মানবিক পরিস্থিতি মোকাবেলা করা, পুনর্গঠন প্রক্রিয়ার উদ্যোগ নেয়া এবং অত্যন্ত গভীরভাবে প্যালেস্টাইন, ইসরাইল ও আন্চলিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ত হওয়াI

মিশরের মধ্যস্থতাকারীরা ইতিমধ্যেই গাজা ও পশ্চিম তটের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মিলিত হয়েছেনI মিশর এই যুদ্ধবিরতিতে এক সফল ভূমিকা রেখেছিলোI

XS
SM
MD
LG