অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছে


সৌদি আরবের তেল মন্ত্রী শনিবার জানান, আরামকো'র দুটি তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলার কারণে দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছেI পূর্বাঞ্চলীয় সৌদি আরবের অবকাইকে ভোরের এই হামলার পর ভিডিও'তে আগুন জ্বলতে দেখা যায়I তবে সৌদি কর্মকর্তারা জানান হামলায় কোনো শ্রমিক হতাহত হননিI হুথি মিলিশিয়া বাহিনীর সামরিক মুখপাত্র, কর্নেল, ইয়াহয়া সারি শনিবারের এই হামলার কৃতিত্ব দাবি করেছেনI

শনিবার দিনের শেষে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রী, মাইক পম্পেও, যদিও ইরানকে এই হামলার জন্য দোষারোপ করেছেনI তিনি ইয়েমেনের হুথিদের সংশ্লিষ্টতার কথা নাকচ করে দেনI

XS
SM
MD
LG