অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে আ্যারামকোর বিনিয়োগের প্রচেষ্টা


FILE - A security guard keeps watch over oil pipelines in Aramco refinery in Saudi Arabia.
FILE - A security guard keeps watch over oil pipelines in Aramco refinery in Saudi Arabia.

সৌদি আরবের আ্যারামকো সংস্থা এ রাজ্যে ৫০ হাজার কোটি টাকা লগ্নি করতে চায় বন্দর পরিকাঠামো ও তেল শোধনাগার নির্মাণের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা দেখা করে বলেছে, এ জন্য রাজ্য তাদের ৫ হাজার একর জমির ব্যবস্থা করে দিক। এখানেই সমস্যা। এই সরকার ব্যক্তিগত জমি দখল করে শিল্পকে দিতে চায় না। যার জমি দরকার, তারা সরাসরি কিনে নিক, এটাই রাজ্যের নীতি। কিন্তু এক সঙ্গে এত জমি কেনা প্রায় অসম্ভব। উপকূলে রাজ্যের হাতে এত জমি নেই। তবে পুরুলিয়ার রঘুনাথপুরে জম আছে। তাহলে আ্যারামকো-কে দীর্ঘ পাইপলাইন বসাতে হবে। সেটা কি সম্ভব? কিন্তু এই লগ্নি হলে সেটা হবে রাজ্যের বৃহত্তম শিল্প লগ্নি। জানুয়ারিতে রাজ্যে গ্লোবাল বিজনেস সামিটেরসময় পরিস্থিতি পরিষ্কার হবে বলে আশা করা যায়।
এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:22 0:00

XS
SM
MD
LG