অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আরসালা রাহমানীর হত্যা নিয়ে আরিফুল ইসামের সাক্ষাত্কার


আফগান শান্তি পরিষদের শীর্ষ এক নেতা , তালেবান আমলের উচ্চ শিক্ষা দফতরের ডেপুটি মন্ত্রী আরসালা রাহমানি রবিবার সকালে অজ্ঞাতপরিচয় আততায়ির গুলিতে নিহত হয়েছেন কাবুলে – এ কথা আপনারা বিশ্ব সংবাদেই শুনেছেন । এর আগে গেলো বছরের সেপ্টেন্বরে আত্মঘাতি বোমাবাজের হামলায় নিহত হন আফগানিস্তানের সাবেক প্রেসিডেণ্ট বুরহানূদ্দীন রাব্বানী । এ দু’ই হত্যাকান্ড এবং এই কিছুদিন আগে নেটো সৈন্যের হাতে ১৬ আফগান গ্রামবাসির হত্যা – এসব মিলিয়ে বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারযাইয়ের উদ্যোগে সূচীত শান্তি পরিষদ তত্পরতা ব্যাহত হচ্ছে – শান্তি প্রক্রিয়া বাধাগ্রাস্ত হবে কিছু তাতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন আফগানিস্তানে কর্মরত বাংলাদেশি এন জি ও সংস্থা ব্র্যাকের কর্তাব্যক্তি আরিফুল ইসলাম , ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সরকার কবীরূদ্দীনের সঙ্গে এক সাক্ষাত্কারে ।

XS
SM
MD
LG