অ্যাকসেসিবিলিটি লিংক

উষ্ণায়ন রোধে জলবায়ু সম্মেলনে কিছু পরিকল্পনা গৃহীত


উষ্ণায়ন রোধে জলবায়ু সম্মেলনে কিছু পরিকল্পনা গৃহীত
উষ্ণায়ন রোধে জলবায়ু সম্মেলনে কিছু পরিকল্পনা গৃহীত

মেকসিকোর কানকুনে দু সপতাহব্যাপি জাতিসংঘের জলবায়ু সম্মেলনের শেষে, বিশ্বের আবহওয়া উষ্ণ হয়ে ওঠা প্রতিহত করার জন্যে একটি সংযত পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

১৯০ টিরও বেশি দেশ, আজ এই চুক্তিটি অনুমোদন করেছে, এতে অর্ন্তভুক্ত হয়েছে কয়েক বিলিয়ন ডলারের তহবিল, যা দিয়ে দরিদ্র দেশগুলোকে সাহায্য করা হবে।

একমাত্র দেশ বলিভিয়া এই চুক্তিটির বিরোধীতা করেছে, তারা বলেছে, আবহাওয়া পরিবর্তন প্রতিহত করার জন্যে এই চুক্তিতে যথেষ্ট পদক্ষেপ গ্রহন করা হয়নি।

জাতিসংঘের জলবায়ু আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাধারনত হয়ে থাকে – সর্ব্বসম্মত ভাবে।

মেকসিকোর বিদেশ মন্ত্রী প্যাটরেসিয়া এসপিনোসা বলেন, সর্ব্বসম্মতিক্রমের অর্থ, সকল রাষ্ট্র যে সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে, একটি রাষ্ট্র তার ওপর ভেটো দেবে তা নয়।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG