অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব মানচিত্রে সুরের মূর্ছনায় আরো একবার বাংলাদেশের মুখ


বিশ্ব মানচিত্রে সুরের মূর্ছনায় আরো একবার বাংলাদেশের মুখ
বিশ্ব মানচিত্রে সুরের মূর্ছনায় আরো একবার বাংলাদেশের মুখ

সুরের মূর্ছনায় আরো একবার ভেসে উঠলো বাংলাদেশের মুখ বিশ্ব মানচিত্রে । ৩০ জুলাই I Tunes প্রথমবারের মতো মুক্তি দিয়েছে সেই বিখ্যাত 'The Concert For Bangladesh' এ্যালবামটি । পৃথিবীর যে কোনো জায়গা থেকেই এই এ্যালবাম বিনামূল্যে ডাউনলোড করা যায় । রক সঙ্গীতের ইতিহাসে 'The Concert For Bangladesh' হয়ে রইলো কিংবদন্তির মতো । ৪০ বছর আগে শাস্ত্রিয় সঙ্গীতের বরেণ্য পন্ডিত রবি শংকরের অনুপ্রেরণায় এবং সহযোগিতায় জর্জ হ্যারিসন বাংলাদেশের জন্যে নিউ ইয়র্কের ম্যাডিসান স্কোয়ার গার্ডেনসে কনসার্ট করেছিলেন । ওভাবে তখনকার যুদ্ধবিক্ষুদ্ধ সাড়ে সাত কোটি বাঙ্গালীর বাঁচার সংগ্রামে নিজেকে শরিক করেছিলেন জর্জ হ্যারিসান । এই কনসার্ট বিশ্ববাসীর কাছে আরেকবার তুলে ধরলো সেদিনকার সে কাহিনী ।

XS
SM
MD
LG