অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ার সন্ত্রাস ও জলদস্যুতা মোকাবিলায় সহযোগিতা প্রদানের আন্তর্জাতিক আশ্বাস


সোমালিয়ার সন্ত্রাস ও জলদস্যুতা মোকাবিলায় সহযোগিতা প্রদানের আন্তর্জাতিক আশ্বাস
সোমালিয়ার সন্ত্রাস ও জলদস্যুতা মোকাবিলায় সহযোগিতা প্রদানের আন্তর্জাতিক আশ্বাস

সোমালিয়ার ভবিষ্যৎ বিষয়ে বিশ্বের নেতারা লন্ডনে এক দিনের সম্মেলনে পূর্ব আফ্রিকার ঐ গোলযোগপূর্ণ দেশটিকে সন্ত্রাস ও জলদস্যুতা মোকাবিলায় সাহায্য করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি প্রকাশ করেছেন। তবে তারা জোর দিয়েই বলেন যে সোমা্লিয়ঢার সরকারকে ও একটি স্থিতিশীল প্রশাসন গঠনের জন্যে এগিয়ে যেতে হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন যে সোমালিয়ার ওপর কোন রকম আন্তর্জাতিক সমাধান চাপিয়ে দেওয়া এই সম্মেলনের উদ্দেশ্য নয় । তবে তিনি বলেন বলেন যে বিশ্ব যদি আফ্রিকা শৃঙ্গের ঐ দেশটিকে সহিংসতা , দূর্ভিক্ষ এবং দারিদ্র থেকে বেরিয়ে আসতে সাহায্য না করে , তা হলে বিশ্বকেই এর মৌল্য দিতে হবে

তিনি বলেন নিয়তিবাদ সোমালিয়াকে ব্যর্থ করেছে , ব্যর্থ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়কেও । কাজেই আজ পরিবর্তন আনার একটা অভূতপূর্ব সুযোগ এসছে। আন্তর্জাতিক সহায়তা সোমালিয়াকে মানবিক সঙ্কট থেকে সরিয়ে এনেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন চল্লিশটি রাষ্ট্রের এই সম্মেলনে বলেন যে সোমালিয়া একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। তিনি বলেন আল ক্বায়দার সঙ্গে সেখানকার আল শাবাবের সামপ্রতিক জোট গোটা বিশ্বের জন্যেই বিপজ্জনক

আল ক্বায়দার সঙ্গে তাদের সম্পৃক্ত হবার একটি কারণ হচ্ছে তারা সেই সব উৎস থেকে অর্থ পেতে চাইছে যারা এখন ও আল ক্বায়দার অর্থায়ন করে থাকে। তিনি বলেন সোমালিয়ায় একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার জন্যে বিশ্বকে সোমালিয়ার সাহায্যে এগিয়ে আসতে হবে যেমন আল ক্বায়দা সম্পৃক্ত আল শাবাবের ওপর ও্ চাপ অব্যাহত রাখা দরকার।

XS
SM
MD
LG