সিরীয় সক্রিয়বাদীরা বলছে যে হমস শহরের অদূরে বিদ্রোহীরা লড়াইয়ের সময়ে ২৩ জন সৈন্যকে হত্যা করেছে।
সক্রিয়বাদীরা বলছেন যে সোমবারের এই লড়াই শুরু হয় হমস এর ২৫ কিলোমিটার উত্তরে রাস্তান শহরে । এর আগে সিরিয়ার সেনাবাহিনী ঐ শহরের ওপর প্রচন্ড গোলাবর্ষণ করছে। এই লড়াইয়ের কারণে প্রায় এক মাসব্যাপী অস্ত্র বিরতিতে আরও ব্যাঘাত ঘটলো। তবে অস্ত্র বিরতি এরই মধ্যে আরও বহুবার বিঘ্নিত হয়েছে । জাতিসংঘের পর্যবেক্ষকরা সহিংসতা হ্রাসের প্রচেষ্টায় অস্ত্র বিরতির তদারকি করছেন। একজন পর্যবেক্ষক বলছেন যে তাদের মোট পর্যবেক্ষক সংখ্যা হচ্ছে আড়াইশ । এর মধ্যে ১৮৯ জন হচ্ছেন সামরিক পর্যবেক্ষক এবং বাকীরা অসামরিক ব্যক্তি।
গতকালও ট্যাঙ্কের সাহায্যে সিরিয়ার সৈন্যরা অন্তত ৫ জন অসামরিক লোককে হত্যা করেছে , বাড়ি ঘরে অগ্নি সংযোগ করেছে এবং দোকান পাট লুটপাট করেছে।