ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট বলছেন যে প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ সৌদি আরবে অস্ত্রপচার শেষে কয়েক দিনের মধ্যেই ইয়েমেনে ফিরে যাবেন। তিনি বোমার অাগাত পেয়েছিলেন ।
ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভাইস প্রেসিডেন্ট আব্দ আল রব মনসুর হাদীকে উদ্ধৃত করে বলছে যে প্রেসিডেন্ট সুস্থ্য হয়ে উঠছেন। মি সালেহর অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট , সে দেশের অস্থায়ী নেতার দায়িত্ব পালন করছেন।
মি সালেহ এক রকেট আক্রমণে আহত হন। ক্ষমতাসীন কর্মকর্তারা জোর দিয়েই বলছেন মি সালেহ ইয়েমেনে ফিরে যাবেন তবে বিশ্লেষকরা বলছেন যে সৌদি আরব তাকে প্রেসিডেন্ট হিসেবে সেখানে ফিরে যাবার অনুমতি দেবে কি না কে জানে ।
তবে খোদ ইয়েমেনে মি সালেহর আপাত প্রস্থানকে কেন্দ্র করে উল্লাস আনন্দ অব্যাহত আছে।
এ দিকে একজন বিক্ষোভকারী আমের আল খামেসি বলেন তিনি মনে করেন যে মি সালেহ চলে গেছেন এবং তিনি আর ফিরে আসবেন না। তিনি আরও বলেন যে প্রেসিডেন্ট এখন এক অতীতের ব্যাপার।এ দিকে বিরোধী উপজাতীয় নেতারা ইয়েমেনে বলেছেন যে সরকারী সৈন্যদের আচমকা আক্রমণে , উপজাতয়ি নেতা শেখ সাদিক আল আহমারের অন্তত তিন জন সমর্থক নিহত হয়েছে।