অ্যাকসেসিবিলিটি লিংক

ভাষা শিক্ষায় জেসন কাজীর আগ্রহ ও কৃতিত্বের কথা


জেসন নাদিভ কাজী
জেসন নাদিভ কাজী

জেসন নাদিভ কাজী ওয়াশিংটন ডি সি ‘র অদূরে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফেয়ারফ্যাক্স হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তিনি ২০১১ সালের National Security Language Initiative for Youth program এর অধীনে প্রায় ২১০০ ছাত্রছাত্রীর মধ্য থেকে ভাষা ও সংস্কৃতি শেখার জন্যে বিশেষ বৃত্তির অধীনে বিভিন্ন দেশ ভ্রমণের বৃত্তি পেয়েছেন। এই সাক্ষাৎকার প্রদানের পর পরই জেসন চলে যান ভারতের নতুন দিল্লিতে হিন্দি ভাষা ও ভারতীয় সংস্কৃতি সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের জন্যে।

এই বাংলাদেশি আমেরিকান তরুণের বাবা হচ্ছেন বাঙালি , মা ইংরেজি ভাষী আমেরিকান কিন্তু জেসন বাংলা ভাষা চর্চা্ অব্যাহত রেখেছেন। বাবার উদ্যোগে সপরিবারে জেসন গেছেন বাংলাদেশে বহুবার। তিনি ঢাকায় পথ শিশু দের স্কুলের জন্যে ও কাজ করেছেন। তিন থেকে দশ বছরের মধ্যে , আবার ১৪১৫ বছরে ও তিনি ঢাকায় গেছেন , সেখানে দীর্ঘ সময় ধরে থেকেছেন এবং বাংলাদেশ ও বাংলা ভাষা সম্পর্কে তাঁর আগ্রহ ও অনুরাগ জন্মেছে। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এই একান্ত সাক্ষাৎকারে জেসন কাজী সেই বিষয়গুলো তুলে ধরেছেন।

XS
SM
MD
LG