অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা: ঋণও ঘাটতি বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত প্রতিদিন বৈঠক চলবে


ওবামা: ঋণও ঘাটতি বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত প্রতিদিন বৈঠক চলবে
ওবামা: ঋণও ঘাটতি বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত প্রতিদিন বৈঠক চলবে

প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন যে ঋণ ও ঘাটতির বিষয়ে সমঝোতায় না পৌছুনো পর্যন্ত প্রতিদিন কংগ্রেসের সঙ্গে বৈঠক হবে।

আজ হোয়াইট হাউজে দেয়া এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন যে সুখবর হচ্ছে কংগ্রেসের নেতারা এ ব্যাপারে একমত যে যুক্তরাষ্ট্রকে তার সর্বোচ্চ ঋণ গ্রহণের পরিমাণ বৃদ্ধি করতে না দিয়ে , ঋণ খেলাফি করাটা গ্রহণযোগ্য বিষয় নয়।

তিনি বলেন যে অনেকগুলো ব্যয় হ্রাসের ব্যাপারে সমঝোতা হয়েছে , যার মধ্যে প্রতিরক্ষা এবং স্বাস্থ্য খাত ও রয়েছে।

তিনি সংবাদদাতাদের এটাও বলেন যে চূড়ান্ত সমঝোতায় পৌছুনোর জন্যে আরো কাজ করতে হবে। তবে তিনি বলেন যে সাময়িক কোন পদক্ষেপ তিনি গ্রহণ করবেন না । তিনি চান এই ঋণ ও ঘাটতি সমস্যার একটা সামূহিক সমাধান।

প্প্রেসিডেন্ট ও বিরোধী রিপাবলিকানরা আজ দিনে আরো পরের দিকে প্রস্তাবিত বাজেট হ্রাস এবং কর বৃদ্ধি নিয়ে বৈঠক করবেন যাতে হাজার হাজার কোটি ডলারের ঋণের ব্যাপারে একটা নিসাপত্তিতে প্যছুনো যায় । ২রা অগাস্টের মধ্যে এর নিস্পত্তি না হলে , যুক্তরাষ্ট্র ঋণ খেলাফি হয়ে যেতে পারে।

প্রেসিডেন্ট ওবামা বলেন যে তিনি এবং কংগ্রেসের নেতারা ঋণ ও ঘাটতি বিষয়ে ২রা অগাস্টের সময়সীমার মধ্যেই একটি সমঝোতায় পৌছুবেন

তিনি বলেন যে ঐ সমঝোতায় পৌছুনোর পর , অর্থনীতিকে সঠিক পথে পরিচালনার জন্যে আমরা প্রয়োজনীয় বিনিয়োগ করার মতো অবস্থায় পৌছুবো। প্রেসিডেন্ট আজ সংবাদদাতাদের বলেন যে এই মন্দা সকলের জন্যেই খুব কষ্টের ব্যাপার ।

XS
SM
MD
LG