অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান নিরাপত্তা বাহিনীর কাছে দায়িত্ব অর্পন শুরু


আফগান নিরাপত্তা বাহিনীর কাছে দায়িত্ব অর্পন শুরু
আফগান নিরাপত্তা বাহিনীর কাছে দায়িত্ব অর্পন শুরু

নেটো, আফগানিস্তানের মধ্যাঞ্চলের বামিয়ান প্রদেশের নিরাপত্তার দায়িত্ব আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তরিত করেছে। বামিয়ান হচ্ছে প্রথম সাতটি এলাকার মধ্যে একটি যেটি একেবারে প্রাথমিক পর্যায়ে নিজ দায়িত্ব গ্রহণ করেছে। এই রদবদল উপলক্ষে আজ বামিয়ানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ২০০১ সালের শেষে তালিবানের পতনের পর বামিয়ান প্রদেশে তেমন কোন লড়াই হয়নি।

২০১৪ সালের মধ্যে নেটো ক্রমশই নিরাপত্তার দায়িত্ব আফগানিস্তানের সেনাবাহিনী ও পুলিশের কাছে অর্পন করবে এবং এতে অধিকাংশ বিদেশি সৈন্যের নিজ দেশে প্রত্যাবর্তনের পথ পরিস্কার হবে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই দীর্ঘ দিন ধরেই এই ধরণের দায়িত্ব অর্পনের জন্যে চাপ দিয়ে এসছেন।

গত মাসই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেন যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের এক লক্ষ সৈন্যের মধ্যে , তেত্রিশ হাজার সৈন্য আগামি ১৪ মাসের মধ্যে সে দেশ ত্যাগ করবে।

XS
SM
MD
LG