নরওয়েতে শুক্রবারের বোমা হামলা এবং ব্যাপক গুলি বর্ষণের দায় যে ব্যক্তি স্বীকার করেছে, সোমবার বন্দী অবস্থায় ৩৫ মিনিট ধরে তার শুনানি অনুষ্ঠিত হয়। বাদী পক্ষের কৌসুলিরা বলছেন যে তারা Anders Behring Breivik-কে আট সপ্তাহ ধরে আটক রাখার আবেদন জানাবেন, যা বিচার শুরু হবার আগে বাড়ানো যেতে পারে। এর আগে বিচারক এই রুলিং দেন যে বিচার কাজ রুদ্ধ দ্বার আদালত কক্ষে অনুষ্ঠিত হবে এবং সেখানে জনসাধারণ ও সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ। . Breivik অবশ্য অনুরোধ করেছে যে এই শুনানী যেন সবার জন্যে খোলা থাকে, যাতে করে সে এই আক্রমণের পেছনে তার উদ্দেশ্য সবার জন্যে ব্যাখ্যা করতে পারে। ব্রেইভিকের বিরুদ্ধে অসলোতে প্রধানমন্ত্রীর ভবনে বোমা আক্রমণ এবং ইউটোইয়া দ্বীপে যুব শিবিরের অংশগ্রহণকারীদের ওপর গুলি চালানোর অভিযোগে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হচ্ছে। ঐ দুটি ঘটনায় ৭৬ জন প্রাণ হারায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।