অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নেটোর পাঁচজন সেনা নিহত


দক্ষিণ আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নেটোর পাঁচজন সেনা নিহত
দক্ষিণ আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নেটোর পাঁচজন সেনা নিহত

কোয়ালিশন জোটের পক্ষ থেকে আজ বলা হয়েছে সৈন্যরা অত্যাধুনিক বোমা বিস্ফোরণে নিহত হয়, তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি । গতকাল ওই একই এলাকায় নেটোর এক সেনা রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে প্রান হারায় ।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলে হেলমান্দ প্রদেশে বুধবার রাতে পুলিশ ফাঁড়ির ওপর তালেবান বিদ্রোহীদের হামলায় ৫জন পুলিশ অফিসার নিহত হয় ।

আফগানিস্তানে যুদ্ধ শুরু হওয়ার প্রায় ১০ ছর পরেও হানাহানি চরম পর্যায়ে রয়েছে । এ বছর সেখানে প্রায় ৩৯০জন বিদেশী সৈন্য নিহত হয় । গোটা ২০১০ সালে ৭১১জন নিহত হয় ।

গত সপ্তাহে ৩০জন আমেরিকান ও ৮জন আফগান সেনা, তাদের CH 47 Helicopter বিধ্বস্ত হয়ে প্রান হারায় । ওয়ারদাক প্রদেশে তালেবান বিদ্রোহীরা ওই হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলী চালিয়েছিল ।

আফগানসি্তানে যুক্তরাষ্ট্র ও নেটো বাহিনীর কমাণ্ডার জেনারেল জন এ্যালেন বুধবার বলেন যে, কোয়ালিশন বাহিনীর বিমান হামলায়, যে বিদ্রোহী হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলী করেছিল, সে এবং বেশ কয়েকজন জঙ্গী তালেবান নিহত হয়েছে ।

XS
SM
MD
LG